ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ‘বৃটেনে বাংলা সাংবাদিকতার সংকট ও সম্ভাবনা ‘ শীর্ষক সেমিনার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২১, ৭:০৫:৪৮ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি : ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ‘বৃটেনে বাংলা সাংবাদিকতার সংকট ও সম্ভাবনা ‘শীর্ষক এক সেমিনার গতকাল ১১ নভেম্বর রাতে পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডের একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাব সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুনজের আহমদ চৌধুরী ও ট্রেজারার সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানব কন্ঠ পত্রিকার সম্পাদক দুলাল আহমদ চৌধুরী ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকার দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিনিয়র সাংবাদিক আবুল কালাম ,সাপ্তাহিক বাংলা পোষ্ট পত্রিকার অনারারী চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো: মফিজুর রহমান ও ইউকে বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রেজা ফয়সল চৌধুরী শোয়েব।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক ও দর্পন সম্পাদক মো: রহমত আলী। সভায় আরও বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুর রশীদ, সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম, সাংবাদিক আফসর উদ্দিন, সাংবাদিক ফখরুল ইসলাম, সাংবাদিক শিহাবুজ্জামান কামাল, সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার, কমিউনিটি নেতা লোকমান উদ্দিন প্রমুখ।
সভায় বিপুল সংখ্যক সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়। প্রীতিভোজের মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়।



