নতুন রেকর্ড একদিনে : ১০০০ অভিবাসী ইংলিশ চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২১, ৯:১২:১৪ অপরাহ্ন
লণ্ডন অফিস : গতকাল বৃহস্পতিবার ইউকে পৌঁছানোর জন্য নৌকায় ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে প্রায় ১০০০ মানুষ। এক দিনে এরআগে এতো লোক এ চ্যানেল অতিক্রম করেনি।
অভিবাসী যুক্তরাজ্যে যাওয়ার জন্যে চ্যানেল ক্রসিংয়ের একটি নতুন রেকর্ড এটি। বিবিসি ও এলবিসি জানায়, আবহাওয়া অনুকূল থাকায় যাত্রা কম ঝুঁকিপূর্ণ বলে এতো লোক চ্যানেল পার হয়েছে।
চারটি ব্রিটিশ বর্ডার ফোর্সের জাহাজ উপকূলে দেখা যাওয়া নৌকাগুলোকে আটক করে ডেলাওয়ার অঙ্গরাজ্যের রাজধানী ডোভারে নিয়ে যায়।
ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যালাইসের কাছে তিনজন সমুদ্রে হারিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। হোয়াইটহলের একটি সূত্র ফ্রান্সকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগ করেছে।
যুক্তরাজ্যের হোম অফিস বলেছে, ব্রিটিশ জনগণ চায় না চ্যানেলে নির্মম গ্যাংদের নির্মমতার শিকার হয়ে মানুষ মরে যাক।
চলতি বছর এ পর্যন্ত ২৩ হাজারের বেশি অভিবাসী নৌকায় করে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পার হয়েছে। ২০২০ সালে ৮৪০৪ জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছিল।
যুক্তরাজ্যের কর্মকর্তারা বলছেন, তারা চ্যানেল ক্রসিং বন্ধ করতে চান। কারণ এভাবে মানুষ পার হওয়া বিপজ্জনক এবং অপ্রয়োজনীয়।
হোম অফিসের একজন মুখপাত্র বলেছেন, বৃহস্পতিবার অভিবাসী ক্রসিংয়ের সংখ্যা ‘অগ্রহণযোগ্য’। তার আগের রেকর্ড ৩ নভেম্বর ৮৫৩ জন পার হয়েছিলেন।
“ব্রিটিশ জনসাধারণ চ্যানেলে দুর্দশাগ্রস্ত লোকেদের মরতে দেখেছেন, যারা নির্মম অপরাধী চক্রের শিকার হয়েছেন।” মুখপাত্র বলেছেন।



