সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির পরিচিতি সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২১, ১০:১৬:২৯ অপরাহ্ন
মোহাম্মদ রাশেদ, মৌলভীবাজার : সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির পরিচিতি সভা ১১ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি রেহনুমা রুবাইয়াৎ এতে সভাপতিত্ব করেন। সভাটি সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক রাজিব সূত্রধর।
মৌলভীবাজারে স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ নির্মাণ করা, করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ফি মওকুফ করা, শিক্ষার সংকোচন, সাম্প্রদায়িকীকরণ, বাণিজ্যিকীকরণ বন্ধ করাসহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার দাবি উপস্থাপন করা হয়।
শিক্ষা রক্ষার বিভিন্ন দাবিতে ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহরে সুসজ্জিত একটি মিছিল বের করে। মিছিল শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত পাঠচক্রের সদস্য এডভোকেট মঈনুর রহমান মগনু, বাসদ জেলা সদস্য এডভোকেট আবুল হাসান, শিশু কিশোর মেলা জেলা উপদেষ্টা বিপাশা দাশগুপ্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শোভন রহমান, ছাত্র ফ্রন্ট জেলা সহসভাপতি বিশ্বজিৎ নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রিতম দাস, জেলা সংগঠক মোঃ জসিম উদ্দীন, রাজনগর চা বাগান কমিটির আহ্বায়ক সবুজ গৌড়। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশে ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য পিনাক দেব।
কমিটি পরিচিতি সভায় ও ছাত্র সমাবেশে সংগঠনের প্রাক্তন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্র সমাবেশের সভাপতির বক্তব্যে জেলা সভাপতি রেহনুমা রুবাইয়াৎ গত ৫ নভেম্বর ২০২১, শুক্রবার সংগঠনের জেলা কার্যালয়ে কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুক্তা বাড়ৈর উপস্থিতিতে এবং অনুমোদনে গঠিত জেলা ৬ষ্ঠ কাউন্সিলের কমিটি পরিচয় করিয়ে দেন।
৬ষ্ঠ জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ নন্দী, সহসভাপতি প্রিতম দাস, সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক সবুজ গৌড়, অর্থ সম্পাদক অনন্ত দাস অর্ণব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া রহমান, স্কুল সম্পাদক কাকলী সরকার, পাঠাগার সম্পাদক তেরেজা তপ্ন, সদস্য অজয় গোস্বামী ও নয়ন দেবনাথ।