যুক্তরাজ্য ১২০ মিলিয়ন পাউন্ড দেবে বাংলাদেশকে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২১, ১১:৫৮:০১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ১২০ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য। বাংলাদেশী টাকায় হয় ১৩৮৫ কোটি ৩০ লক্ষ ৩৫ হাজার ২২৬ টাকা।
বুধবার (১০ নভেম্বর) ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়।
যুক্তরাজ্য হাইকমিশন জানায়, গ্লাসগোর বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে ঘোষণা দেওয়া হয়েছে, জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ১২০ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য।
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় যুক্তরাজ্য মোট ১৬৫ মিলিয়ন পাউন্ড সহায়তার ঘোষণা দেয়। এর মধ্যে বাংলাদেশকে ১২০ মিলিয়ন পাউন্ড সহায়তা দেওয়া হবে। ২০২১ থেকে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ এই সহায়তা পাবে।




