মৌলভীবাজারের ২০ ইউপিতে নির্বাচনের তারিখ ঘোষণা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২১, ৮:৩৮:১১ অপরাহ্ন
মোহাম্মদ রাশেদ, মৌলভীবাজার : চতুর্থ ধাপে মৌলভীবাজারের সদর উপজেলার ১২টি ও রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নসহ ২০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে আগামী ২৩ ডিসেম্বর।
বুধবার (১০নভেম্বর) নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনের তফসিল চূড়ান্ত হয়। বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী মৌলভীবাজারের সদর উপজেলায় খলিলপুর, মনুমুখ, কামালপুর, আপারকাগাবলা, আখাইলকুড়া, চাঁদনীঘাট, একাটুনা, আমতৈল, কনকপুর, নাজিরাবাদ, গিয়াসনগর, মোস্তফাপুর ইউনিয়ন এবং রাজনগর উপজেলায় ফতেপুর, উত্তরভাগ, মুন্সিবাজার, পাঁচগাও, রাজনগর, টেংরা, কামারচাক, মনসুরনগর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর ও ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর।


