চাঁদাবাজির মামলা : শায়েস্তাগঞ্জে উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২১, ১২:১০:১৮ অপরাহ্ন
হবিগঞ্জ সংবাদদাতা : শায়েস্তাগঞ্জে উপজেলা ছাত্রলীগ সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেবকে গ্রেফতার করেছে র্যাব-০৯।
তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে। প্রসেনজিৎ দেব শায়েস্তাগঞ্জ পৌরসভার নুরপুর গ্রামের প্রিয়তুষ চন্দ্র দেবের ছেলে।
বুধবার রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-০৯ এর একটি দল শায়েস্তাগঞ্জ পৌরসভার ড্রাইভার বাজার এলাকায় অভিযান চালায়।
এসময় চাঁদাবাজি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেবকে গ্রেফতার করা হয়।
র্যাব-০৯ সিপিসি -১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফ্টটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।