সিলেটের যেসব জায়গায় ৫৪ ঘণ্টা মোটরসাইকেল চলবে না
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২১, ১২:০১:৪৮ অপরাহ্ন
ফাইল ছবি
সিলেট অফিস : টানা ৫৪ ঘন্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সিলেট বিভাগের কিছু জায়গায়। এছাড়া ২৪ ঘন্টা বন্ধ থাকবে ইঞ্জিনচালিত যানবাহন ঐসব জায়গায়।
এ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মূলত আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে এ নির্দেশনা দেয়া হয়েছে। এদিন সিলেটের ৪৪টিসহ সারাদেশের ৮৪৮টি ইউপিতে হবে ভোটের লড়াই।
ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা পূর্বে প্রচারণা বন্ধ করে দিতে হয়। ভোটগ্রহণ শুরু হবে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায়। এ হিসেবে প্রচারণা বন্ধ হয়েছে মঙ্গলবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার মধ্যে। এছাড়া ভোট উপলক্ষে ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে সব ধরনের ইঞ্জিনচালিত যান চলাচল।
ইসি জানায়, দেশের ৬২টি জেলার ৮৪৮টি ইউপিতে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার (৯ নভেম্বর) দিবাগত মধ্যরাত ১২টা থেকে শুক্রবার (১২ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ৫৪ ঘন্টা নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া আজ বুধবার মধ্যরাত ১২টা থেকে বৃহস্পতিবার মধ্যরাত ১২টা পর্যন্ত সব ধরনের ইঞ্জিনচালিত নৌযান ও যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
তবে এ সময়ের মধ্যে ইসির অনুমোদন পাওয়া মোটরসাইকেলসহ অন্যান্য যান চলাচল করতে পারবে।
দ্বিতীয় ধাপে সিলেট সদর উপজেলার ৪টি, বালাগঞ্জের ৬টি, কোম্পানীগঞ্জের ৫টি, সুনামগঞ্জের ছাতকের ১০টি, দোয়ারাবাজারের ৯টি, হবিগঞ্জের আজমিরীগঞ্জের ৫টি এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিলেট সদর উপজেলার হাটখোলা, জালালাবাদ, কান্দিগাঁও ও মোগলগাঁও ইউনিয়নে দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ হবে। বালাগঞ্জের ৬টি ইউনিয়নের মধ্যে রয়েছে পূর্বপৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানবাজার, পশ্চিম গৌরিপুর, বালাগঞ্জ ও পূর্বগৌরিপুর ইউনিয়ন। কোম্পানীগঞ্জের ৫টি ইউনিয়নের মধ্যে আছে ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই ও দক্ষিণ রনিখাই।
সুনামগঞ্জের ছাতকে যে ১০টি ইউপিতে নির্বাচন হবে, সেগুলো হলো- ছাতক, কালারুকা, ছৈলা আফজালাবাদ, খুরমা উত্তর, খুরমা দক্ষিণ, চরমহল্লা, দোলারবাজার, ইসলামপুর, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ও জাউয়াবাজার ইউনিয়ন। দোয়ারাবাজারের ৯টির মধ্যে আছে দোয়ারাবাজার, বাংলাবাজার, লক্ষিপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাঁও, বোগলাবাজার, নরসিংপুর ও মান্নারগাঁও ইউনিয়ন।
হবিগঞ্জের আজমিরীগঞ্জের ৫টি ইউনিয়ন হলো আজমিরীগঞ্জ, বদলপুর, কাকাইলছেও ও শিবপাশা এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে জায়ফরনগর, পশ্চিম জুড়ী, পূর্বজুড়ী, গোয়ালবাড়ি ও সাগরনাল ইউনিয়নে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।




