করোনায় আরও ৩ জনের মৃত্যু দেশে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২১, ৫:২২:৫০ অপরাহ্ন
সিলেট অফিস : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০৪ জনে। এর আগের দিন করোনায় ছয়জনের মৃত্যু হয়েছিল।
মঙ্গলবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষা করা হলে ২০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩৫৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৫ হাজার ৩৯০ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া তিনজনের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের একজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন রয়েছে। এদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে দুইজন, চট্টগ্রাম বিভাগে একজন রয়েছে।