লণ্ডনে প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল তারকা হামজা চৌধুরীর সাক্ষাৎ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২১, ৩:৫৭:৫৩ অপরাহ্ন
এ রহমান অলি, লন্ডন : ইংল্যান্ড সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন হবিগঞ্জের কৃতি সন্তান ইংলিশ প্রিমিয়ার লীগের ফুটবলার লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী ও তার পরিবার। সাথে ছিলেন বাবা মুর্শেদ চৌধুরী ও মা রাফিয়া চৌধুরী।
গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লন্ডনের বৃটিশ ফরেন কমনওয়েল্থ এন্ড ডেবলফমেন্ট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়া থেকে একমাত্র ফুটবলার হিসেবে মাঠ মাতাচ্ছেন হামজা চৌধুরী। তার পরিবারের সদস্যরা হবিগঞ্জর বাহুবল উপজেলার বাসিন্দা।
সর্বশেষ মৌসুমে প্রথম এশিয়ান হিসেবে হামজা জিতেছেন ইংলিশ এসএ কাপ। ফাইনালে শিরোপাজয়ী ম্যাচে ফিলিস্তিনী পতাকা হাতে তুলে নেন হামজা। চলে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মুর্শেদ-রফিয়ার ৪ সন্তান হামজা, তাসনিম, মেহেদী ও মাহির মধ্যে হামজা সবার বড়। মাত্র ৭ বছর বয়সে ইংল্যান্ডের লেস্টার সিটি দলে নাম লেখান হামজা। খেলেছেন ইংল্যান্ড অনুর্ধ ২১ জাতীয় দলেও। কয়েকদিন আগে কারাবাউ কাপে লেস্টারের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন হামজা।
২০১৭ সনে ইংলিশ ইনটেরিয়র ডিজাইনার অলিভিয়া ফাউন্টেনের সাথে বিয়ে হয় তারকা হামজা চৌধুরীর। এর আগে খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন অলিভিয়া। তাদের মেয়ে ইনাইয়া ও ছেলে ইসা নামে দুই সন্তান রয়েছে। লেস্টারে পিতা মাতার সাথে বসবাস করলেও বর্তমানে পৃথক বাসায় অবস্থান করছেন। বাংলাদেশে খেলার ইচ্ছা আছে হামজার। এ অপেক্ষার দিন গুনছে হামজার লাখো ভক্ত।