মিশিগানে গোলাপগঞ্জ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২১, ২:০৬:৫০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মিশিগানের হ্যামটরমিক সিটির রেশমী রেস্টুরেন্টে গত রোববার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয় গোলাপগঞ্জ সমিতির বিশেষ আলোচনা সভা। আলোচ্য কার্যক্রমের মধ্যে ছিলো বার্ষিক হিসাব, কবরস্থান সম্পুর্ণ মূল্য পরিশোধন মুক্ত এবং আরও কবরস্হান ক্রয়ের প্রস্তাব, মিশিগান প্রবাসী গোলাপগঞ্জবাসীর ঐক্য ও একত্রীকরণ, সদস্য সংখ্যা বৃদ্ধি, নির্বাচন, সমিতিতে নতুন প্রজন্মকে সম্পৃক্তকরণ।
অনুষ্ঠানে সিনিয়র সভাপতি খোকন আহমদের পরিচালনায় সভাপতিত্ব -করেন হেলাল খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ও নির্বাচন কমিশনার জনাব-মুহাম্মদ আব্দুল আহাদ, জনাব সিরাজুল ইসলাম, আজীব উদ্দীন, আব্দুল ওয়াহিদ, কদর মিয়া, তারেক চৌধুরী, মুহাম্মদ আবুল লেইছ, রফিকু ইসলাম, মহসিন তারেক, আবুল কালাম, এম এ কাসেম, ফরহাদ আহমদ, বেলাল খান, খলিলুর রহমান, মস্তফা আহমদ, আহমেদ শরীফ মাহদী, মাশকুর খান প্রমূখ।


