ইয়াবা সাদ্দাম গ্রেফতার সিলেটে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২১, ১২:৪০:২৫ অপরাহ্ন
সিলেট অফিস : ইয়াবা সাদ্দামকে (২৮) গ্রেফতার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় পুলিশ তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত সাদ্দাম বিমানবন্দর থানাধীন গোয়াবাড়ী এলাকার মৃত কালা মিয়ার ছেলে।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে কোতোয়ালি থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে সোমবার (৮ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল তাকে কোতোয়ালি থানাধীন কারপাসটুলা থেকে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ সাদ্দাম নামের এক যুবককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে মাদকের মামলা দায়ের করে। সে নগরীর কাষ্টঘর এলাকা থেকে পাইকারি ধরে ইয়াবা ক্রয় করে মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারি দরে বিক্রি করতো।




