নিউইয়র্ক সিটি বিএনপির নতুন কমিটি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২১, ১২:১২:৫৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র প্রতিনিধি : নিউইয়র্ক সিটি বিএনপির নতুন কমিটি রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে ঘোষণা করা হয়। ৩১ সদস্যের এই কমিটির সভাপতি শামীম আহমেদ এবং সেক্রেটারি সাইফুল ইসলাম। কমিটির ঘোষণা দেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও মূলধারার কপেগ কাউন্টি চেম্বার অব কমার্সের পরিচালক আকতার হোসেন বাদল।
এ সময় বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি এমরান শাহ রণ, জাতীয়তাবাদি ফোরামের নেতা অধ্যাপক রফিকুল ইসলাম, বিএনপি নেতা সালেহ আহমেদ, শাওন বাবলা, সারোয়ার খান বাবু প্রমুখ। বক্তারা ভেদাভেদ ভুলে সকলকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।
সিটি বিএনপির নবগঠিত কমিটির অপর কর্মকর্তারা হলেন : সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-এস এম শফি, ভাইস প্রেসিডেন্ট-মারুফ রহমান, বাকি বিল্লাহ ফরিদী, মাহবুবুর রহমান, মঈনুদ্দিন হাসান, জিয়াউর রহমান, মেহেদী হাসান এবং মঞ্জুর আহমেদ, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি-কামাল হোসেন, সহকারি সাধারণ সম্পাদক-ফয়সাল মজুমদার, জাহাঙ্গির সবুজ, মাহফুজ রহমান, আহমেদ জীবন, মো.মর্তুজা, সাংগঠনিক সম্পাদক-শেখ জালাল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক-আব্দুল কাদের রাজিব ও মোহাম্মদ ফজলু, কোষাধ্যক্ষ-ফিরোজ হোসেন টিটু, দপ্তর সম্পাদক-সাঈদুর রহমান রিপন, প্রচার সম্পাদক-সুমন মজুমদার, সহ-প্রচার সম্পাদক-মোহাম্মদ পাশা, ধর্মবিষয়ক সম্পাদক-সাঈদুর রহমান, আপ্যায়ন সম্পাদক-বিপ্লব।
উপদেষ্টামন্ডলীতে রয়েছেন ফেরদৌস ভূইয়া, এনজিএইচ বাবুল, ওয়াহিদুর রহমান, আরিফুর রহমান। কমিটির প্রায় সকলেই ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশে নিজ জেলা-উপজেলায়। তারুণ্যে উদ্ভাসিতদের এ কমিটিকে স্বাগত জানান উপস্থিত সকলে বিপুল করতালির মাধ্যমে।
উল্লেখ্য, এক যুগ আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেয়ার পর এখনও নতুন কমিটির অনুমোদন না আসায় তিন ধারায় বিভক্ত হয়ে কাজ চালাচ্ছে বিএনপির বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ। তারই ধারাবাহিকতায় নিউইয়র্ক মহানগর বিএনপির একটি কমিটি থাকা সত্বেও ‘সিটি বিএনপি’ নামে আরেকটি কমিটির আবির্ভাব ঘটলো। এর আগে নিউইয়র্ক স্টেট বিএনপিরও পাল্টা কমিটি এসেছে এমরান শাহ রনের নেতৃত্বে।