হারলো আফগানিস্তান কাঁদলো ভারত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২১, ৭:৩৭:৪৮ অপরাহ্ন
অনুপম স্পোর্টস ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান করে আফগানিস্তান। জবাবে মাঠে নেমে ৮ উইকেট ও ১১ বল হাতে রেখে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
আবুধাবীর এই গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানদের এই হারে কাঁদছে ভারত! কারণ এই জয়ের মধ্য দিয়ে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো উইলিয়ামসনের দল, আর বিশ্বকাপ আসর থেকে ছিটকে পড়লো টিম ইন্ডিয়া।
ভারতের সম্ভাবনা থাকায় আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ১৩৩ কোটি ৯০ লাখ মানুষের সমর্থন নিয়েও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারলো। ২০২০ সালের আদম সুমারি অনুযায়ী আফগানিস্তানের জনসংখ্যা তিন কোটি ৯০ লাখ। কিন্তু আজকের ম্যাচে ভারতের ১৩০ কোটি মানুষ আফগানদেরই সমর্থক ছিল।