নেপি পরেই তাদের পৃথিবীতে ফিরতে হবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২১, ৬:৩৪:০৮ অপরাহ্ন
পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা আন্তর্জাতিক স্পেস স্টেশনের ভিতর জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির আকিহিকো হোশিদে, নাসার শেন কিমব্রো, মেগান ম্যাকআর্থার এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির থমাস পেসকাট।
অনুপম নিউজ ডেস্ক : আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে (ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার বা আইএসএস) ভ্রমণ সবসময়ই এক অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতায় এবার যুক্ত হলো বাড়তি এক চ্যালেঞ্জ। শৌচাগার ব্যবহার করতে না পারায় ডায়পার পরেই মহাকাশ থেকে পৃথিবীতে ফিরতে হচ্ছে ৪ নভোচারীকে। সব ঠিকঠাক থাকলে সোমবার ভোরে পৃথিবীতে ফিরবেন নাসা’র এই ৪ নভোচারি।
নাসা’র মহাকাশচারী মেগান ম্যাকআর্থারের বরাত দিয়ে সংবাদ মাধ্যম দ্য ডনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, স্পেস এক্সের ক্যাপসুলে শৌচাগার ভেঙ্গে যাওয়ায় বিগত ২০ ঘন্টারও বেশি সময় ধরে তারা ডায়পার পরেই মহাকাশে অবস্থান করছেন।
মেগান জানান, ‘‘মহাকাশযাত্রা সব সময়েই ছোটখাটো চ্যালেঞ্জে ভরপুর৷ এটাও সেই চ্যালেঞ্জের মধ্যে একটি৷ তাই এটা নিয়ে উদ্বিগ্ন ছিলাম না৷’’ মেগান ছাড়াও এই অভিযানে আছেন জাপানের আকিহিতো হোশিদে, নাসার শেন কিমব্রো এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির থমাস পেস্ক৷
এই বিষয়ে ইউরোপিয়ান স্পেস এজেন্সির থমাস পেস্ক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্পেস স্টেশনের পাওয়ার গ্রিড মেরামত-সহ একাধিক কাজের জন্য তাঁরা স্পেসওয়াক করেছেন৷ কাজের মধ্যে ছিল টয়লেট মেরামতির পর্বও৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ অগত্যা ডায়াপার পরা ছাড়া অন্য উপায় ছিল না৷
স্পেস এক্স-এর ক্যাপসুলে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে তাঁরা পৌঁছেছিলেন গত ২৮ এপ্রিল৷ খাবার দাবারের দিকেও রয়েছে চমক৷ এই প্রথম মহাকাশ গবেষণা কেন্দ্রে মরিচের ফলনও হয়েছে মহাকাশচারীদের হাতে৷ সেই লাল ও সবুজ মরিচ দিয়ে খাবারও খেয়েছেন তাঁরা৷
প্রসঙ্গত, একটানা মহাকাশে ছয় মাসের বেশী সময় অবস্থানের পর আগামীকাল সোমবার (৮ নভেম্বর) ভোরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরবেন এই ৪ নভোচারি। এক বিবৃতিতে নাসা বলেছে, ‘ক্রু-২ সদস্যরা ৮ নভেম্বর সোমবার সকাল ৭:১৪ ইস্টার্ন স্টান্ডার্ড টাইম (ইএসটি) মিনিটের আগে ফ্লোরিডা উপকূলে অবতরণ করতে পারছেনা। নভোচারীদের নিয়ে আসার ক্রু ড্রাগন মহাকাশযান আজ রোববার গ্রীনিচ মান সময় ১৮০৫ টায় মহাকাশ স্টেশন ত্যাগ করে পৃথিবীর উদ্দেশে যাত্রা করবে। মহাকাশ স্টেশন ত্যাগ করার পর কক্ষপথের অবস্থান অনুযায়ী কয়েক ঘন্টার যাত্রায় এটি ফ্লোরিডা উপকূলে অবতরণ করবে।