ইউপি নির্বাচনের মিছিলে মারা গেলেন এক প্রার্থী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২১, ২:১৬:২৪ অপরাহ্ন
সিলেট অফিস : তিনদিন পরে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রার্থী হিসেবে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছিলেন শাহ শফিক মিয়া। কিন্তু শেষ অবধি নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাননি, জনতার মিছিলে ইহকাল ত্যাগ করেছেন।
সিলেটের বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছিলেন শাহ শফিক মিয়া। তার প্রতীক ছিল তালা।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার বিকালে নিজের কর্মী-সমর্থকদের নিয়ে ইউপি নির্বাচনের প্রচারণামূলক মিছিল বের করেন শফিক মিয়া। মিছিলটি ওয়ার্ডের দক্ষিণ গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছার পর লুটিয়ে পড়েন শফিক।
দ্রুত তাকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক শফিককে মৃত ঘোষণা করেন।
শফিক মিয়ার ছোট ভাই শাহ জবির মিয়া জানান, তার ভাইয়ের বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন।
ব্যক্তিজীবনে চার মেয়ে ও এক ছেলের জনক ছিলেন শফিক মিয়া।




