কানাইঘাট সীমান্তে নিহত দুই বাংলাদেশির মাথায় গুলির চিহ্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২১, ১০:৪৪:২১ অপরাহ্ন
সীমান্তের প্রতীকী ছবি
সিলেট অফিস : সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে চারদিন পড়ে থাকার পর উদ্ধার করা নিহত দুই বাংলাদেশির একজনের মাথা ও অন্যজনের কপালে গুলি ভেদ করে বের হয়েছে। বিজিবি লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তরের পর কানাইঘাট থানা-পুলিশের লাশের সুরতহাল প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
কানাইঘাট থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদনে দুজনের শরীরে গুলির চিহ্ন আছে। একজনের মাথা ও অন্যজনের কপালে গুলি ভেদ করে বের হয়েছে। ময়নাতদন্তের পর আর কোথাও কোনো গুলি আছে কি না তা বলা যাবে।
গত বুধবার সকালে সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকার নোম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশে গুলিবিদ্ধ অবস্থায় কানাইঘাট উপজেলার এড়ালিগুল গ্রামের আব্দুল লতিফের ছেলে আসকর আলী ও একই গ্রামের আব্দুল হান্নানের পুত্র আরিফ হোসেনের পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরিবারের অভিযোগ মঙ্গলবার রাতে এই দুজনকে গুলি করে হত্যার পর লাশ ডোনা সীমান্তে ফলে যায় ভারতীয়রা। এরপর বিষয়টি বিজিবি ও পুলিশকে অবগত করা হয়।
এ ঘটনার পর বৃহস্পতিবার বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করলেও দুজনের মৃত্যুর কারণ নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ঐক্যমত্যে পৌঁছাতে না পারায় ওইদিন লাশ উদ্ধার হয়নি। অবশেষে শুক্রবার বিকেল ৪টায় বিজিবি-বিএসএফ ফের পতাকা বৈঠক করে। ওই বৈঠকের পর ওইদিন বিএসএফ লাশ দুটি উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করে।



