১৯ নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২১, ১০:১১:৪৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : ১৯ নভেম্বর হবে বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ। বাংলাদেশ থেকেও এ চন্দ্রগ্রহণ দেখা যাবে।
ইউরোপ, এশিয়ার অধিকাংশ দেশ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগর এলাকা থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ সময় ১৯ নভেম্বর বিকেল ৫টা ১২ থেকে ২৭ মিনিটের মধ্যে এই চন্দ্রগ্রহণ শুরু হতে পারে। এটি চলবে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত।
ভারতের একাংশের মানুষও চন্দ্রগ্রহণ দেখতে পাবেন। তবে ভারতে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে না। ভারতে সূর্য অস্ত যাওয়ার পর কিছুক্ষণ স্থায়ী হবে চন্দ্রগ্রহণ। তাও ভারতের সব জায়গা থেকে গ্রহণ পরিলক্ষিত হবে না। আসাম এবং অরুণাচল প্রদেশে সামান্য সময়ের জন্য আংশিক চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে।
জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চন্দ্রগ্রহণকে জ্যোতিষশাস্ত্রে অশুভ হিসেবে বিবেচনা করা হয়। বিজ্ঞানে এমন ধারণার পক্ষে কোনো যুক্তি নেই বলে দাবি করা হয়। বিজ্ঞানীদের মতে, চন্দ্রগ্রহণ একটি মহাজাগতিক বস্তুর চলমান প্রক্রিয়ার বিষয়।