যুক্তরাষ্ট্রে মিউজিক কনসার্টে নিহত ৮, আহত ৩ শতাধিক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২১, ৪:১৮:৩৭ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হিউস্টনে এ্যাস্ট্রোওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভেলে স্থানীয় সময় শুক্রবার রাত ন’টার পর একটি কনসার্টে যোগ দিয়ে ভিড়ের হুড়োহুড়িতে প্রাণ হারিয়েছেন ৮ জন। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। তখন মঞ্চে ট্রাভিস স্কট পারফর্ম করছিলেন।
ওই কনসার্টে প্রায় ৫০ হাজার মানুষ যোগ দিয়েছিলেন। শত শত দর্শক মঞ্চের দিকে এগোলে হুড়োহুড়ির সৃষ্টি হয়। তখন হতাহতের ঘটনা ঘটে। ভিড় বেড়ে যাওয়ায় দর্শকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে হৃদরোগেও আক্রান্ত হয়েছেন।
সিএনএন জানিয়েছে, মৃত্যুর কারণ মেডিকেল পরীক্ষার পর জানা যাবে।