শীতে ত্বকের যত্ন : ফর্সা ও প্রাণবন্ত করার ঘরোয়া উপায়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২১, ৮:৩০:২৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : শীতে ত্বকের যত্ন একটু বেশি নিতে হয়। ত্বক বিবর্ণ ও প্রাণহীন হয়ে পড়ে। খুব সহজ কিছু ঘরোয়া উপায়ে ত্বকে ফেরাতে পারেন উজ্জ্বলতা। ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত করার ঘরোয়া কিছু উপায় হলো :
টমেটো স্লাইস করে ত্বকে ঘষে নিন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন পানির ঝাপটায়। টমেটো ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে পারে। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট ত্বক করে উজ্জ্বল ও সুন্দর।
ত্বকে ঝটপট উজ্জ্বলতা আনতে শসার রস ব্যবহার করুন। শসার রসে তুলা ডুবিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড ত্বক উজ্জ্বল করে। টক দই ভালো করে ফেটিয়ে ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। সামান্য লেবু ও মধু মিশিয়ে নিতে পারেন দইয়ে।
কমলা চটকে ১ চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে ত্বকে লাগান। রাতে ঘুমানোর আগে লাগিয়ে পরদিন সকালে ধুয়ে ফেলবেন।
ত্বকের মরা চামড়া দূর করতে ব্যবহার করতে পারেন মধু। এটি ত্বক প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করবে। তথ্য : টাইমস অব ইন্ডিয়া