বাড়ি পরিস্কার করতে গিয়ে পেলেন ২৩ কোটি ১৫ লাখ টাকা দামের হীরা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২১, ১২:৩২:০৪ অপরাহ্ন
লণ্ডন অফিস : বৃটেনের এক প্রবীণ নারী হীরার মতো দেখতে একটি পাথরের জুয়েলারি কিনেছিলেন। কিন্তু সেটি বিক্রির সময় পরীক্ষা করে দেখা যায় এটি আসলে একটি ৩৪ ক্যারেটের হীরা। এখন তিনি এটিকে ২ মিলিয়ন পাউন্ডে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। মানে বাংলাদেশি টাকায় হয় এর মূল্য ২৩ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকা প্রায়। এটি একটি বাক্সে পাওয়া যায় বৃদ্ধার বিয়ের আংটির সাথে।
নর্থাম্বারল্যান্ডের বাসিন্দা ওই সত্তরোর্ধ নারী তার বাড়ি পরিস্কার করতে গিয়ে এই বিশাল হীরার টুকরাটি পান। যদিও এর দাম সম্পর্কে তার কোনো ধারণাই ছিলনা। এটিকে তিনি নিয়ে যান কাছেই একটি নিলামদারের কাছে। নিলামদার মার্ক লেনের জন্যও এটি ছিল বড় ধাক্কা। তিনি জানান, এই হীরাটি একটি এক পাউন্ডের কয়েনের থেকেও বড়। আগামি মাসে একে নিলামে তোলা হচ্ছে।
লেন বলেন, ওই প্রবীণ নারী তার কাছে এসে এক ব্যাগ জুয়েলারি নিয়ে আসেন। সেখানে তার বিয়ের ব্যান্ড ও বিভিন্ন কস্টিউম জুয়েলারির সঙ্গে এই হীরাটিও ছিল। প্রায় তিনদিন এগুলো তার টেবিলে পড়ে ছিল। এরপর তিনি কৌতুহল বশত হীরা পরীক্ষার মেশিনে নিয়ে পাথরটি পরীক্ষা করেন। আরও নিশ্চিত হওয়ার জন্য এটিকে লন্ডনে পাঠানো হয়। সেখানেই জানা যায় এটি আসলে ৩৪ ক্যারেটের একটি হীরা।
হীরাটির আসল মালিক নিজের পরিচয় গোপন রাখতে চান। কবে এটি তিনি কিনেছিলেন তাও কাউকে জানাতে চান না। তার কাছে যে একটি হীরা ছিল তাও তিনি জানতেন না। লেনের কাছে তিনি জানিয়েছেন, বাড়ির অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিতে সব জড়ো করছিলেন তিনি। কিন্তু তার প্রতিবেশী জানান যে এসব পণ্য আজকাল কম দামে বিক্রি করা যায়। তাই তিনি এগুলোকে নিয়ে এসেছিলেন কিছু অর্থ পাওয়ার আশায়।