জুতার কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ৫
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২১, ১০:৪৫:২৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : রাজধানীর সোয়ারীঘাটে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কামালবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
দমকল বাহিনীর ডিউটি অফিসার রাশেদ বিন জানান, একটি টিনশেড কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর মরদেহগুলো উদ্ধার করা হয়।’
তবে আগুন লাগার প্রাথমিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। নিহত শ্রমিকদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চকবাজার থানার উপপরিদর্শক অলক কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘তারা ওই কারখানায় ঘুমাচ্ছিলেন। আগুন লাগার পর তারা বের হতে পারেননি।




