১৯০ রাষ্ট্রের অঙ্গীকারপত্রে স্বাক্ষর : কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করবে না
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২১, ১১:২৫:১৯ অপরাহ্ন
মাএ মোহ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, থাইল্যাণ্ড
অনুপম প্রতিবেদক : স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ ২৬) জড়ো হয়েছেন বিশ্ব নেতারা। এ আয়োজন সত্যিই সফল হবে কি? নাকি গ্রেটা থুনবার্গের কথা সত্য হবে যে, ওরা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে? সময়ই বলে দিবে সঠিক উত্তর। পৃথিবী বসবাসের অযোগ্য করে দিয়ে উন্নতি যে অর্থবহ না তা বুঝে নিতে কাউকে ডক্টরেট ডিগ্রি নিতে হয় না।
বিশ্বের নেতারা পরিবেশের জন্য বিপর্যয়কর কার্বন ও গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ রোধ করতে প্রধান জ্বালানী হিসেবে কয়লার ব্যবহার বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। ১৯০টি রাষ্ট্র ও প্রতিষ্ঠান এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
জানা যায়, সিদ্ধান্তের পর ১৯০টি দেশ ও সংস্থা অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেছে। অঙ্গীকার অনুযায়ী, তারা নিজেদের দেশে নতুন কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করবে না। এর পরিবর্তে বিদ্যুৎ উৎপাদনে পরিবেশবান্ধব প্রক্রিয়া অনুসরণ করা হবে।
স্বাক্ষরকারী দেশগুলো আরও প্রতিশ্রুতি দিয়েছে যে, যেসব কয়লা প্রকল্প বর্তমানে চালু আছে, ধীরে ধীরে সেগুলোকে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে রূপান্তর করা হবে।
উল্লেখ্য, চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ায় সরকারি অর্থ এখনও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কয়লা সম্প্রসারণে জোরালোভাবে অর্থায়ন করছে। ট্রেজারি তহবিল বা রাষ্ট্রীয় মালিকানাধীন ইউটিলিটিগুলোর মাধ্যমে, এই দেশগুলো ইন্দোনেশিয়ায় প্রায় ১৬ গিগাওয়াট কয়লা প্রকল্পের জন্য প্রায় ২৪ বিলিয়ন মার্কিন ডলার এবং ভিয়েতনামে প্রায় ১৫ গিগাওয়াটের জন্য ১৬ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ রেখেছে। EndCoal ফাইন্যান্স ট্র্যাকার এসব তথ্য জানিয়েছে।