ঢাকা জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি এনাম আহমদ চৌধুরীর সাথে নিউইয়র্কের নেতৃবৃন্দের সাক্ষাত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২১, ৫:৩৭:৩০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র প্রতিনিধি : নিউইর্য়কে অবস্থানরত বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যন এবং ঢাকা জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি এনাম আহমদ চৌধুরীর সাথে সম্প্রতি নিউইর্য়কের জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন সভাপতি ময়নুল চৌধুরী হেলাল সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ কার্যকরী পরিষদের হেলিম উদ্দিন আহমদ।
উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ কেন্দীয় নেতা লুৎফুর রহমান চৌধুরী হেলাল পথুখ। উল্লেখ্য, এনাম চৌধুরীর পিতা গিয়াস উদ্দিন চৌধুরী ঢাকা জালালাবাদ এসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন এবং ঢাকা বিভাগীয় কমিশনার ছিলেন।
সাক্ষাতকালে এনাম আহমদ চৌধুরী সিলেট বিভাগের নাজানা অনেক ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে সিলেট বিভাগের লোকজন সুনামের সহিত তাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে ।তাতে তিনি গর্ববোধ করেন। তিনি আশা করেন আমাদের ভবিষ্যত প্রজন্ম পুর্বসুরীদের সেই ঐতিহ্য বজায় রেখে প্রবাসে এভাবে গড়ে উঠবে সেই আশাবাদ ব্যক্ত করেন। এনাম আহমদ চৌধুরী সিলেট বিভাগের এক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান তারা ৪ ভাই সবাই সিএসপি অফিসার ছিলেন। সবার বড় ভাই ফারুক চৌধুরী সাবেক পররাষ্ট্র সচিব ও একজন সুলেখক ছিলেন অপর ভাই ইফতেখার চৌধুরী তত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ছিলেন অপর ভাই মাসুম আহমদ চৌধুরী পররাষ্ট্র মন্ত্রনালয়ের পরিচালক ও রাষ্ট্রদূত ছিলেন। তাদের ভগ্নিপতি ফখর উদ্দিন আহমদ তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন।অপর ভগ্নিপতি কর্নেল আব্দুল হাই মহান মুক্তিযুদ্বে শহীদ হন।




