২০০ কোটি ডলার দেবেন বেজোস পরিবেশ পুনরুদ্ধারে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২১, ৮:২৪:৫২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : বিশ্বের পরিবেশ পুনরুদ্ধারে ২০০ কোটি ডলার খরচ করার প্রতিশ্রুতি দিয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। মঙ্গলবার (২ নভেম্বর) এখবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে প্রকাশ, বেজোস গ্লাসগোতে কপ-২৬ জলবায়ু সম্মেলনে বলেন, তিনি যখন মহাকাশে ভ্রমণ করেছিলেন তখন তিনি প্রকৃতির ভঙ্গুরতা উপলব্ধি করেছিলেন। বিশ্বের অনেক অংশে প্রকৃতি ইতিমধ্যে কার্বন সিঙ্ক থেকে কার্বন উৎসে উল্টে যাচ্ছে।
বেজোসসহ উদ্যোক্তারা পৃথিবীতে সমস্যা সমাধানের পরিবর্তে মহাকাশে ভ্রমণে অর্থ ব্যয় করার জন্য সমালোচিত হয়েছেন। বেজোস আর্থ ফান্ড সামগ্রিকভাবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য ১০ বিলিয়ন ব্যয় করার পরিকল্পনা করেছে।