রাজনীতির ঊর্ধ্বে উঠে সত্যিকারের রাষ্ট্রনেতা হতে হবে এবং নিরাপদ পৃথিবী গড়তে হবে : রানি দ্বিতীয় এলিজাবেথ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২১, ১১:৪৮:৩৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলন কপ ২৬ -এ অংশ নেওয়া রাষ্ট্রনেতাদের উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।
স্কটল্যান্ডের গ্লাসগোতে বসেছে এবারের শীর্ষ সম্মেলনের আসর। রানি বিশ্বনেতাদের উদ্দেশে বলেছেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে সত্যিকারের রাষ্ট্রনেতা হতে হবে এবং আমাদের সন্তান ও সন্তানদের সন্তানদের জন্য নিরাপদ ও স্থিতিশীল পৃথিবী গড়তে হবে।
গত ৩১ অক্টোবর শুরু হওয়া জাতিসংঘের এ জলবায়ু সম্মেলন চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। ভিডিও বার্তায় রানি আরও বলেছেন, বহু মানুষ আশা করে, জলবায়ু পরিবর্তন রোধের অঙ্গীকারকে এখন কার্যে পরিণত করার সময় এসেছে।
জলবায়ু সম্মেলনে রানিরও অংশ নেওয়ার কথা ছিল। তবে চিকিৎসক তাকে বিশ্রামের পরামর্শ দেওয়ায় তিনি সম্মেলনে আসা নেতাদের উদ্দেশ্যে ভিডিও বার্তা পাঠিয়েছেন।
জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছেন প্রিন্স অব ওয়ালস ফিলিপ ও তার স্ত্রী ক্যামিলা এবং ফিলিপের ছেলে ডিউক অব ক্যাম্বব্রিজ উইলিয়াম ও তার স্ত্রী কেট।