লন্ডনে প্রগ্রেসিভ এলায়েন্সের আলোচনা সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২১, ৯:০৬:০১ অপরাহ্ন
লন্ডন অফিস : সামাজিক সংগঠন প্রগ্রেসিভ এলায়েন্সের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৭ অক্টোবর বুধবার বিকাল ৬টায় ইস্ট লণ্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনটির কার্যক্রম নিয়ে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন গয়াছুর রহমান। রতন করের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভা ফেইসবুক লাইভে বিশ্বব্যাপী সম্প্রচারিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সরাসরি সভাটি অনেকেই দেখেছেন। করোনা মহামারীর কারণে এই সামাজিক সংগঠনটি গত ২ বছর কোন সভার আয়োজন করতে পারেনি।
সভায় সংগঠনটির ৭টি পয়েন্ট নিয়ে আলোচনা হয়। পয়েন্টগুলো হলো:
১. স্বাধীনতার পক্ষের প্রগতিশীল অরাজনৈতিক সংগঠন। সম্পূর্নরুপে অরাজনৈতিক কর্মকান্ডের দ্বারা নিয়ন্ত্রিত।
২. সুশাসনের সমাজগড়ার লক্ষ্যে গঠনমূলকভাবে সমাজের মানুষকে অবহিত ও সংযুক্ত করা ।
৩. সামাজিক প্রেক্ষাপটে সমাজের ও প্রশাসনের বিভিন্নমূলক ক্রুটিপূর্ণ কাজের সমালোচনাপূর্বক দ্রুত গতিতে সমাধানকল্পে একত্রে কাজ করা।
৪. প্রবাসীদের হয়রানী বন্ধে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে একত্রে কাজ করা।
৫. বৃটেনে অবস্থিত বাংগালী সমাজে পারস্পরিক সূসম্পর্ক প্রতিষ্ঠায় কাজ করা।
৬. বিভিন্ন জাতীয় অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা।
৭. বিপদগ্রস্ত ও অসহায় মানুষের কল্যানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ভবিষ্যৎ পরিকল্পনা করা।
সভায় বক্তব্য রাখেন জনজীবন সম্পাদক ছমির উদ্দিন, প্রাক্তণ মেয়র সেলিম উল্লাহ, কাউন্সিলার সাদ চৌধুরী, কমিউনিটি নেতা রেদওয়ান খান, প্রাক্তন কাউন্সিলার শহীদ আলী, এডভোকেট এম এ করিম, অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, প্রাক্তন ভি.পি ইকবাল হোসেন, জাসদ নেতা এনামূল হক বদরুল, বাসদ নেতা ইকবাল হাফিজুর রহমান, আব্দুছ সাত্তার, আব্দুল হালিম, নাজিম উদ্দিন, সফিক আহমদ, আহমদ কামাল, শেখ দবিরুল ইসলাম, আব্দুল হান্নানসহ প্রমূখ।
সভাটি নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয়।