বাজারে চাঁদাবাজদের দাপট, অকারণেই বেড়ে যাচ্ছে দ্রব্যমূল্য
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২১, ৮:৫২:০৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অকারণেই দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। ৫ টাকা কেজিতে যে সবজি বিক্রি করছে কৃষক, তা মধ্যস্বত্বভোগী আর চাঁদাবাজদের কবলে পড়ে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বাজারে বিক্রি হচ্ছে।
ঘাটে ঘাটে চাঁদা দিতে হচ্ছে। চাঁদা তুলতে বাজারে অফিস খুলে বসেছেন চাঁদাবাজরা। দ্রব্যমূল্য বৃদ্ধিতে দিশাহারা হয়ে পড়েছেন মানুষ। দেখার যেন কেউ নেই। জাপার অঙ্গ সংগঠন যুব সংহতির জাতীয় যুব দিবস উপলক্ষে গতকাল রাজধানীর বনানী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুব সংহতির আহ্বায়ক এইচ এম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে ও সদস্য সচিব আহাদ চৌধুরী শাহীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব মোস্তফা বেঙ্গল সেলিম, যুবনেতা মাইনুদ্দিন মানু, শফিকুল ইসলাম দুলাল, মো. নজরুল ইসলাম, শেখ সরোয়ার হোসেন। জি এম কাদের আরও বলেন, দেশে বিশাল বিশাল মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, কিন্তু দেশের বেকার যুবকদের কর্মসংস্থান নেই।




