সিলেটে ৩ দিনব্যাপী JAC গাড়ির মেলার উদ্বোধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২১, ৭:১৫:৪১ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেটে ৩ দিনব্যাপী JAC গাড়ির মেলা শুরু হয়েছে আজ। সিলেট-ঢাকা বাইপাস মহাসড়কের মুসারগাঁওয়ে অবস্থিত গাড়ির শো-রোম প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।
সকাল ৯টা থেকে রাত ৮টা পযন্ত চলবে এই মেলা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এমোনিয়া গ্যাস এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ট্রাক, পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি আবু সরকার, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, JAC গাড়ির বাংলাদেশের পরিবেশক এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের উপব্যবস্থাপক রাজিব দাস, সহকারি ব্যবস্থাপক জমিরুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন JAC গাড়ির সিলেটের পরিবেশক এফ টি অটোমোবাইলের সত্ত্বাধিকারি আউয়াল আহমদ। পরিচালনা করেন এনার্জিপ্যাকের ইরফান নাজিম।
১, ২ ও ৩ নভেম্বর এ ৩ দিন চলবে এই মেলা। সহজ শর্তে এবং কিস্তিতে কেনা যাবে গাড়িগুলো।