প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র কমিটির মেয়াদ বাড়লো
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২১, ১:০৭:২৩ অপরাহ্ন
লণ্ডন অফিস : বিশ্বনাথ উপজেলার ‘প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র এজিএম অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম, আর্থিক রিপোর্ট পেশ করা হয়। এতে জানানো হয় হয় ২০২০ এবং ২০২১ সালে করোনা মহামারির কারণে বিগত কমিটি যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করতে না পারায় সংগঠনের উপস্থিত ট্রাস্টিদের সর্বসম্মতিক্রমে বিগত কমিটিকে নতুন করে আরও এক মেয়াদের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
সংগঠনের সভাপতি আবেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রশিদ আলীর পরিচালনায় সভায় সংগঠনের সভায় আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার এম এ সালাম।
সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেস্টা আবুল কালাম আজাদ, উপদেস্টা ডা: শানুর আলী মামুন, আফতার আলী, সহ সভাপতি মফজ্জুল আলী, শেখ আমিরুল হক লিচু, সহ সাধারণ সম্পাদক ইলিয়াস আলী পাশা, সহ ট্রেজারার রেজাউল করিম রাজু, মেম্বারসীপ সেক্রেটারী আলকাছ আলী, কার্যকরি কমিটির সদস্য জুনাব আলী প্রমুখ।