বড়লেখায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২১, ১২:২৪:১৬ অপরাহ্ন
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসার রফিজ মিঞার সভাপতিত্বে এ উদ্বোধন অনুষ্ঠান হয়। বড়লেখা সরকারি হাসপাতালের কর্মী শৈলন্দ্র চন্দ্র দেব নাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী।
এদিন ‘খুদে ডাক্তার’দের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রত্নদ্বীপ বিশ্বাস, বড়লেখা থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদর উদ্দিন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শুভাশিস দে শুভ্র, নিপু রঞ্জন ধর প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, সকল স্কুলে ৩০ অক্টোবর থেকে ০৫ নভেম্বর পর্যন্ত ৫-১৬ বছর বয়সের সকল শিশুকে ভরা পেটে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।


