বড়লেখায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২১, ১১:৫২:৩৫ অপরাহ্ন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘মুজিববর্ষের মুলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ – এই প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) বেলা ১২ টায় বড়লেখা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে র্যালীটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।
বড়লেখা থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদারের সভাপতিত্বে ও এস আই সুব্রত কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ওসি (তদন্ত) রতন চন্দ দেব নাথসহ প্রমূখ।
এছাড়াও এস আই সাঈদ, এস আই গিয়াসসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।


