মসজিদের টাকা ধার ফেরত না দেওয়ার কথা বলে দেওয়ায় সংঘর্ষ, আহত ৩
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২১, ১০:৪৩:৩৭ অপরাহ্ন
প্রতীকি চিত্র
অনুপম নিউজ ডেস্ক : মসজিদের টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ার কথা সকলের সামনে বলে দেয়ায় পোতাহাটী ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল বারিককে কুপিয়ে জখম করেছে একই গ্রামের মোহন খাঁ ও সামছুল খাঁ।
এ নিয়ে ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুল বারিক জানান, পোতাহাটী জামে মসজিদের ৬ হাজার টাকা ধান নেয় খাঁ গোষ্ঠী। দীর্ঘদিন ধার নেয়া টাকা মসজিদ ফান্ডে জমা না দেয়ায় কমিটির লোকজন গতকাল জুম্মার নামাজের পর জিজ্ঞাসা করেন টাকা কার কাছে আছে। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল বারিক উপস্থিত মুসল্লিদেরকে জানিয়ে দেন ধারকৃত টাকা মোহন খাঁদের কাছে আছে। কেন জনসম্মুখে ধারের টাকার কথা বলা হলো এ নিয়ে নামাজ শেষে আব্দুল বারিকের ওপর হামলা চালায় মোহন খাঁ ও তাদের গোষ্ঠীর লোকজন। নামাজ শেষে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
পাল্টাপাল্টি হামলায় আহত হন আব্দুল বারিক, মোহন খাঁ ও সামছুল খাঁ। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন মসজিদের টাকা ধার নিয়ে সংঘর্ষের কথা স্বীকার করে জানান, খাঁ গোষ্ঠীর লোকজন ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল বারিককে কুপিয়ে জখম করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।