‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০’ পেয়েছে সিলেটের আলীম ইন্ডাস্ট্রিজ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২১, ৯:১৬:৪৫ অপরাহ্ন
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপির কাছ থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০ গ্রহণ করছেন আলীম ইণ্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী।
সিলেট অফিস : সিলেটের আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০’ পেয়েছে। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত স্বনামধন্য কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক এ প্রতিষ্ঠান বেসরকারি উদ্যোগে বাংলাদেশে কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারকদের অগ্রদূত ও কৃষি যান্ত্রিকীকরণে সরকারি প্রচেষ্টার সক্রিয় সহযোগী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে শিল্প মন্ত্রনালয় কর্তৃক গতকাল ২৮ অক্টোবর বেলা সোয়া এগারোটায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরস্কার ধরে আছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, এফবিসিসিআই এর সভাপতি মোঃ জসিম উদ্দিন, শিল্প সচিব জাকিয়া সুলতানাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরীকে সিআইপি ঘোষণা করা হয়।