যুক্তরাজ্যে করোনায় আরো ১৮৬ জনের মৃত্যু, আক্রান্ত ৪৩,৪৬৭
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২১, ৯:২২:৫৬ অপরাহ্ন
অনুপম ডেস্ক: যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ১৮৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৪৬৭ জন।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৩৯২ জনে। এবং মোট আক্রান্ত হয়েছেন ৮৯ লাখ ৭৯ হাজার ২৩৬।
বৃহস্পতিবার করোনায় দেশটিতে ১৬৫ জনের মৃত্যু হয়েছিল। আক্রান্ত ছিল ৩৯ হাজার ৮৪২।
যুক্তরাজ্যে এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৯০৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৬ লাখ ৫১ হাজার ২২২ জন।