সীতাকুণ্ডে এতিম শিক্ষার্থীদেরকে রোগী কল্যাণ সোসাইটির ফ্রি চিকিৎসা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২১, ৯:১৩:৫৬ অপরাহ্ন
চট্টগ্রাম সংবাদদাতা : চিকিৎসা খাতে চলমান দুরবস্থা থাকায় সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনগণ। তৃণমূল জনগণের ধারাবাহিক চিকিৎসা সেবা দিয়ে আসছে বাংলাদেশে রোগী কল্যাণ সোসাইটি।
বৃহস্পতিবার ২৮ অক্টোবর সকাল ৯টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় আল বয়ান তাহ্ফীজুল কুরআন সেন্টার ও এতিমখানায় বাংলাদেশের ১৮ কোটি জনগণের সংগঠন বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির উদ্যোগে বিনামূল্যে ফ্রি চিকিৎসার আয়োজন করা হয়েছে।
১১ সমাজ প্রধান বিচারক ও স্থানীয় মাদ্রাসার সভাপতি মুহাম্মাদ গনি সওদাগরের সভাপতিত্বে ফ্রী চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের সংগঠন মানবতার জন্য কাজ করছে। এতিম শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আগামীতে বিনামূল্যে ওষুধ সরবরাহ অব্যাহত থাকবে। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠা সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক, মাওলানা ফোরকান উদ্দিন, নূরুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ফারুক সাহেব, মাদ্রাসার সহ সভাপতি ও ১নং সমাজ জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ সাইফুল ইসলাম শহিদ, মাদ্রাসার সাধারণ সম্পাদক মুহাম্মাদ মোস্তফা, মাদ্রাসার সহসম্পাদক মুহাম্মাদ রুবেল, সহকারী শিক্ষক হাফেজ আবদুল কাদের, সহকারী শিক্ষক হাফেজ শাহাজাহান, রোগী কল্যাণ সোসাইটির সদস্য মুহাম্মাদ তাসজিদুর রহমান পিয়াল, ইসলামী হোমিও রিসার্চ সেন্টারের সহকারী আনোয়ার হোসাইন সুমন কমলনগরী, ১০নং সলিমপুর ইউনিয়নের ছাত্রলীগের দপ্তর সম্পাদক মুহাম্মাদ মেহেরাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।




