ব্রিটেনের সর্ববৃহৎ বাজেট : ‘ব্রিটিশ জনগণের জন্য একটি শক্তিশালী বাজেট’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২১, ১২:৫৪:১৬ অপরাহ্ন
লণ্ডন অফিস : ব্রিটেনের গত ৩০ বছরের মধ্য সর্ববৃহৎ বাজেট পেশ হলো ২৭ অক্টোবর। হাউস অফ কমন্সে ২০২১ সালের বাজেট ঘোষণা করেন চ্যান্সেলার ঋশি সুনাক।
জীবন মান উন্নয়ন, ন্যাশনাল লিভিং ওয়েজ, ট্রান্সপোর্ট, হাউজিং, হেল্থ রিসোর্স, বিজনেস এবংএডুকেশনকে গুরুত্ব দেয়া হয়েছে এই বাজেটে। এ বাজেট ১.০৫৩ ট্রিলিয়ন পাউন্ডের।
চ্যান্সেলর ঋষি সুনাক বাজেটে ‘কোভিড-পরবর্তী একটি নতুন অর্থনীতির সূচনার’ প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারের কর নির্ধারণ এবং সামনের বছরের জন্য ব্যয় পরিকল্পনা নির্ধারণ করে মিঃ সুনাক বলেন ‘‘উচ্চ বেতনের অর্থনীতি, উচ্চ দক্ষতা এবং ক্রমবর্ধমান উৎপাদনশীলতার” পথ সুগম করবে। চ্যান্সেলর ক্রমবর্ধমান মজুরি, এনএইচএস-এর জন্য নগদ এবং আঞ্চলিক পরিবহন প্রকল্পে বিনিয়োগের জন্য ১৫০ বিলিয়ন পাউন্ড নতুন ব্যয়ের ঘোষণা করেছেন। তিনি বলেন সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৩.১%। সম্ভবত আগামী বছরের মধ্যে আরও বেড়ে গড়ে ৪% হবে।
চ্যান্সেলর জানান, এনার্জির চাহিদা বৃদ্ধি এবং সরবরাহে নিয়ন্ত্রণ সমস্যার কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধি একটি বৈশ্বিক সমস্যা। সুনাক ইশারায় বলেন, রাতারাতি এ সমস্যার সমাধান সম্ভব না।
তিনি আরও জানান, ‘কোভিড পরিস্থিতি থেকে পুনরুদ্ধার করতে থিয়েটার, অর্কেস্ট্রা, জাদুঘর এবং গ্যালারীগুলোকে সমর্থন করার জন্য, এই সমস্ত সেক্টরের জন্য ট্যাক্স ত্রাণ – আজ থেকে এপ্রিল ২০২৩ পর্যন্ত – দ্বিগুণ করা হবে।
চ্যান্সেলর ‘জনগণের জন্য’ একটি শক্তিশালী অর্থনীতি তৈরি করে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মেটাতে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। চ্যান্সেলর বলেন, ‘কর্মসংস্থান বেড়েছে। বিনিয়োগ বাড়ছে। সরকারি সেবার উন্নতি হচ্ছে। সরকারী অর্থ স্থিতিশীল হয়েছে। আর মজুরি বাড়ছে। তিনি জোর দিয়ে বলেন, ‘আজকের বাজেট ব্রিটিশ জনগণের জন্য একটি শক্তিশালী বাজেট। এটি শক্তিশালী প্রবৃদ্ধি নিয়ে আসবে। আর আমাদের প্রধান প্রতিযোগীদের তুলনায় দ্রুত অর্থনীতি পুনরুদ্ধার করবে।