মিজানুর রহমান আজহারীকে কাতার থেকে লণ্ডনে যেতে বাধা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২১, ১০:৩৭:১৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী প্রথমবারের মতো ব্রিটেনে একটি ইসলামিক কনফারেন্সে যোগ দিতে যেতে বাধা দেওয়া হয়েছে।
ব্রিটিশ বাংলাদেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইওন টেলিভিশনের আমন্ত্রণে তিনি লন্ডন ছাড়াও লন্ডনের বাইরের কয়েকটি শহরে ইসলামিক কনফারেন্সে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি মালয়েশিয়া থেকে কাতার হয়ে লণ্ডন যাওয়ার উদ্দেশে ২৬ অক্টোবর রাতে দোহা পৌঁছেন। কেন তাকে কাতার থেকে লণ্ডনগামী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি, অথবা তার ভিসা বাতিল করা হয়েছে কি না এ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। সর্বশেষ খবর অনুযায়ী কাতার বিমানবন্দর থেকেই গত ১০/১২ ঘণ্টা ধরে চেষ্টা করা হচ্ছে সমস্যা সমাধানের।
মিজানুর রহমান আজহারী লণ্ডনে যাওয়ার খবরে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে উচ্ছ্বাস ও বিরোধিতা বিরাজ করছে। তার সম্মেলনে যোগ দিতে অনেক বাংলাদেশি নানা ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। ৩১ অক্টোবর লন্ডনে দুপুর ১টা থেকে ৪টা এবং বিকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত দু’টি সম্মেলনে তার যোগ দেয়ার কথা রয়েছে। এছাড়া লন্ডনের বাইরে বার্মিংহাম, ওল্ডহাম, লোটন, লেইস্টার ও কার্ডিফে মিজানুর রহমান আজহারী ইসলামিক সম্মেলনে যোগ দেবেন বলা জানা গেছে।
মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে আইওন টেলিভিশনের নানা প্রস্তুতির বিষয়ে জানিয়েছেন হেড অব কমিউনিকেশন এস এইচ সোহাগ। তিনি জানান, আইওন টেলিভিশনের কিরাত প্রতিযোগিতা’২০২১-এর গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে ইসলামিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই মিজানুর রহমান আজহারীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের সাথে চ্যারিটি পার্টনার হিসেবে থাকবে ডিএইচ ফাউন্ডেশন।
সর্বশেষ :
সফর বাতিল হওয়ার বিষয়ে আয়োজক আইওন টিভির সিইও আতাউল্লাহ ফারুকের সাথে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করার পর তিনি ফোন করে একটি গণমাধ্যমের প্রতিবেদকের সাথে কথা বলেছেন। তবে তিনি আজহারীর ব্যাপারে অফিসিয়াল কোনো মন্তব্য করেননি।