গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকে : সাউথ রিজিওনের নির্বাচন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২১, ৭:৫৫:২৭ অপরাহ্ন
লণ্ডন অফিস: ব্রিটেনে বাঙালিদের বৃহত্তম সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইন ইউকের দি সাউথ রিজিওনের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর গ্লোস্টার শহরের স্পাইস হাউস রেস্টুরেন্টে আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম পর্বে সংগঠনের বিদায়ী চেয়ারপার্সন আরজু মিয়া এমবিই সভাপতিত্ব করেন। জেনারেল সেক্রেটারি আব্দুল গনির পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মকরম আলী আফরোজ।
বিগত সেশনের রিপোর্ট পর্যালোচনার পর, এতে বক্তব্য রাখেন আব্দুল আউয়াল, দারা হাসান পলাশ, আজিজুল হক, কদ্দুস মিয়াসহ আরও অনেকে।
দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার গ্লোস্টার শহরের প্রবীণ ব্যক্তিত্ব বীর মুক্তিযাদ্ধা ফরিদ উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার কাউন্সিলার শামসু জামান লিটু ও একাউন্টেন্ট নোমান রুহিত যৌথভাবে নির্বাচন পরিচালনা করেন।
নির্বাচনে সবকটি পদেই একাধিক প্রার্থী না থাকায় চেয়ারপার্সন পদে আব্দুল গনি, জেনারেল সেক্রেটারি পদে মকরম আলী আফরোজ ও ট্রেজারার পদে আব্দুল আউয়ালসহ ২৫ সদস্য বিশিষ্ট ২০২১-২৩ নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি পরবর্তী মেয়াদে দায়িত্ব পালন করবে। নব-নির্বাচিতরা আগামী দিনে নতুন উদ্যোমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি