IELTS ছাড়া ব্রিটেন যাওয়ার সুযোগ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২১, ১০:০২:০৫ অপরাহ্ন
সিলেট অফিস : IELTS ছাড়া যারা যুক্তরাজ্যে পড়াশোনা ও সাথে কাজ করার সুযোগ খুঁজছেন, তাদের জন্য সুখবর নিয়ে এলো স্কলার লিংকার। আগামীকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) ‘ইউকে এডুকেশন ফেয়ার’ এর আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। সর্বোচ্চ ২০ বছরের স্টাডি গ্যাপ নিয়েও যুক্তরাজ্য যেতে সুযোগ ও নানা তথ্য জানা যাবে এই মেলা থেকে।
যুক্তরাজ্যের শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এই শিক্ষা মেলায় অংশ নেবেন।
মঙ্গলবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে। সহজে যুক্তরাজ্যে যেতে আগ্রহীদের সিলেট নগরীর আম্বরখানা (সিলসিলা গলি), ওয়েভস ৮৮/৪-এ স্কলার লিংকারের কার্যালয়ে আয়োজিত মেলায় সরাসরি অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়াও রেজিস্ট্রেশন করা যাবে এই লিংকে: https://forms.gle/XfiGuiVyuniqB8EN8
আরও বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন: ০১৩০৪০৪৪০১১ নম্বরে।



