সত্য তথ্য গোপন করবেন না, তথ্য স্বেচ্ছায় দিতে হবে : তথ্য কমিশনার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২১, ৫:২৬:৫৫ অপরাহ্ন
সংবাদদাতা : তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, সত্য তথ্য গোপন করবেন না। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে। তথ্য স্বেচ্ছায় দিতে হবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জনসাধারণের জন্য তথ্য উন্মুক্ত রাখতে হবে। সিটিজেন চার্টারের মাধ্যমে সকল সেবার জানান দিতে হবে।
তথ্য অধিকার আইন জনগণের জন্য করা হয়েছে। জনগন তথ্য চাইলে না দিলে আইনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিকে জরিমানা, শাস্তির আওতায় আনাসহ বিভাগীয় ব্যবস্থার আওতায় আনা হবে বলে জানান তিনি।
জেলা প্রশাসনের আয়োজনে রোববার শহীদ মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিলনায়তনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভায় এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ, পৌর মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, কৃষি জেলা কৃষি সম্প্রসারণের উপ পরিচালক ফরিদুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি হাজী নুরুল মোমেন প্রমুখ।
এর আগে উপস্থিত সুধিমহল, শিক্ষক, সাংবাদিক ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অভিমত ও প্রশ্ন গ্রহণ করেন তথ্য কমিশনার৷