টি-টোয়েন্টি সুপার টুয়েলভ : বাংলাদেশ-শ্রীলংকা বিকেল ৪টায়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২১, ১১:৩৮:১৪ অপরাহ্ন
অনুপম স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।
হার দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হারে টাইগাররা। তবে পরের ম্যাচেই ঘুড়ে দাঁড়ায় বাংলাদেশ। স্বাগতিক ওমানের বিপক্ষে ২৬ রানের জয় পায় বাংলাদেশ। আর গ্রুপ পর্বে তৃতীয় ও শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৮৪ রানের বড় জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে বাংলাদেশ।
অন্যদিকে, মূলপর্বে আসার আগে খুব ভালো করেই নিজেদের শক্তি সম্পর্কে জানান দিয়েছে দাসুন সানাকা বাহিনী। প্রস্তুতি ম্যাচে যেমনটা দেখিয়েছে; দেখিয়েছে প্রথম রাউন্ডেও। নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড আর নামিবিয়াকে বুঝিয়ে দিয়েছে টি-টোয়েন্টিতে আবার রাজ করতে চায় জয়সুরিয়ার উত্তরসুরীরা।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ৭টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা আর ৪টিতে বাংলাদেশ। সবশেষ দুটি ম্যাচেই শেষ হাসি হেসেছে লাল সবুজের প্রতিনিধিরা। এই দুটি ম্যাচই ছিল নিদাহাস ট্রফির।