ফেঞ্চুগঞ্জে এমপি হাবিবের উন্নয়ন তৎপরতা : ৩ স্কুলের নতুন ভবন নির্মাণ উদ্বোধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২১, ২:৪৫:১১ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, আজকের শিশুরা সুশিক্ষা অর্জন করে ভবিষ্যতে দেশে নেতৃত্ব দেবে। তাদের উপযুক্তভাবে গড়ে তুলতে অভিভাবকদের সঠিক ভূমিকা নিতে হবে। তিনি নান্দনিক ফেঞ্চুগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন।
গতকাল শুক্রবার (২২ অক্টোবর) সিলেটের ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে হাজী করম উল্ল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মানাধীন দ্বিতল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এসময় তিনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে তাকে অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের দাঁড় না করাতে বলেন।
উল্লেখ্য, গতকাল দিনব্যাপী এমপি হাবিব ফেঞ্চুগঞ্জে তিনটি স্কুলে শিক্ষার মান উন্নয়নে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। স্কুল তিনটি হলো : লামাগঙ্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন -নির্মাণ ব্যয় ১ কোটি ৬৬ লক্ষ টাকা, মানিককোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন-নির্মাণ ব্যয় ৯৬ লক্ষ টাকা ও হাজি করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন-নির্মাণ ব্যয় ১ কোটি ৬ লক্ষ টাকা।
হাজী করম উল্ল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শওকত হোসেন শামীমের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ, উপজেলা প্রকৌশলী সুর্দশন সরকার, শিক্ষা অফিসার শফিক উদ্দীন, আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারন সম্পাদক আব্দুল বাছিত টুটুল, শিক্ষক সমিতির সম্পাদক শহিদুজ্জামান, সমাজসেবী আব্দুল বারী, প্রেসক্লাবের সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, সমাজসেবী আতিকুর রহমান মিঠু, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম শাব্বির, যুবলীগ নেতা আহমেদ বিন আলমাছ প্রমুখ।
নির্মাণ কাজের উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উদ্দীন।