সিলেট মহানগর বিএনপি : আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২১, ৬:৩৯:১২ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাতালিয়াস্থ কার্যালয়ে। এতে মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি সভাপতিত্ব করেন।
মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ২৪ অক্টোবর রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরের সিলেট আগমন উপলক্ষে মাজার প্রাঙ্গনে ঐদিন সকাল ৮টায় নগরীর ২৭’টি ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য সভা থেকে আহ্বান জানানো হয়।
সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে এবং দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতির অবনতিতে চরম উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় অবিলম্বে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য সরকারকে হুশিয়ারী উচ্চারণ করে বক্তারা বলেন, অন্যতায় বিএনপি জনগণকে সাথে নিয়ে সরকারের মদদপুষ্ট লুটেরা সিন্ডিকেট ভেঙ্গে দিতে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। প্রতিটি ক্ষেত্রে সরকারের সীমাহীন ব্যর্থতাকে আড়াল করে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যে সারাদেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিয়ে সমজকে অস্থিতিশীল করে দেয়ার হীন মানসিকতার বিরুদ্ধে সভায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়। রামু, নাসিরনগর থেকে শুরু করে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, রংপুর পর্যন্ত সাম্প্রদায়িক হামলার সাথে সরকারী দলের সম্পৃক্ততা রয়েছে বলে মহানগর বিএনপি মনে করে। এ অবস্থার উত্তরণে জনগণকে সাথে নিয়ে একটি কার্যকর আন্দোলন গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র স্বাস্থ্যের অবনতিতে চরম উদ্বেগ প্কাশ করে বলা হয়, দেশনেত্রী’কে উন্নত চিকিৎসা সেবা নিতে বারবার বাধাগ্রস্ত করে পরিকল্পিতভাবে উনাকে অকেজো করে দেয়ার দূরভিসন্ধিমূলক কাজের ফল এ সরকারকে ভোগ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেয়ার প্রত্যয় ঘোষণা করা হয় সভা থেকে।
সভায় মহানগরর ২৭’টি ওয়ার্ডকে গতিশীল করার লক্ষ্যে অল্প সময়ের মধ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফজল উদ্দিন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শহীদ হওয়া দলীয় সকল নেতা-কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শোক প্রস্তাব গৃহীত হয়।
এছাড়া সভায় গুম হওয়া বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম.ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনছার আলী সহ সারা দেশে প্রায় ছয় শতাধিক গুম হওয়া নেতা-কর্মীদের ফিরিয়ে দিতে সভা থেকে জোর দাবী জানানো হয়।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, করোনায় আক্রান্ত হয়ে নিহত বিএনপি নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত, খালেদা জিয়া’র আশু রোগমুক্তি, তারেক রহমান এর শারিরীক সুস্থতা ও জিয়া পরিষদ সভাপতি আশফাক আহমদ সহ অসুস্থ সকল নেতা-কর্মীর রোগমুক্তি কামনা করে মহানগর সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন এর মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে সভা শেষ হওয়ার পূর্বে আরো বক্তব্য রাখেন- মহানগর বি.এন.পি-র যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, যুগ্ম-আহ্বায়ক ফরহাদ চৌধুর শামীম, যুগ্ম-আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল গণি আরেফিন জিল্লুর, যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম-আহ্বায়ক ইমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক বেগম রোকসানা বেগম শাহনাজ, যুগ্ম-আহ্বায়ক নজিবুর রহমান নজিব, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মঈনুদ্দিন সোহেল, যুগ্ম-আহ্বায়ক সালেহ আহমদ খসরু
সদস্যদের মধ্যে জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, আমির হোসেন, আতিকুর রহমান সাবু, মাহব্বু কাদির শাহী, সৈয়দ তৌফিকুল হাদী, মুকুল আহমেদ মোর্শেদ, হুমায়ুন আহমদ মাসুক, আক্তার রশিদ চৌধুরী, শামীম মজুমদার, মতিউল বারী খোর্শেদ, আবুল কালাম, ডাঃ নাজমুল ইসলাম, সৈয়দ সাফেক মাহবুব প্রমুখ।



