বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২১, ২:৩৯:৪৬ অপরাহ্ন
লণ্ডন অফিস : বিয়ানীবাজার পৌরসভার হত দরিদ্র মানুষের সাহায্যার্থে প্রতিষ্ঠিত বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের কার্যকরী কমিটির এক সভা গত ১৮ অক্টোবর সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের এক রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
‘চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে’ এই শ্লোগানকে সামনে রেখে ট্রাষ্টের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দেলু। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ট্রাষ্টের ধর্ম বিয়ষক সম্পাদক হাফিজ ময়নুল ইসলাম।
সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে সবসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রবীন চিকিৎসক, বিয়ানীবাজার তথা সিলেটের কৃতি সন্তান, সদ্য প্রয়াত ডাঃ মতিন উদ্দিন আহমেদ স্মরণে সিলেটের বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির যৌথ উদ্যোগে স্মরকগ্রস্থ প্রকাশ করা হবে। তাছাড়া এজিএমসহ আরো কিছু সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাষ্টের উপদেষ্টা মাহতাব চৌধুরী, মোহাম্মদ ফয়জুল হক, আব্দুল মতিন খান কবির, হুমায়ূন কবির, হারুনুর রশিদ দুদু, বেলাল উদ্দিন, মোহাম্মদ আব্দুল গনি, আবুল হোসেন, আব্দুল আহাদ, জসিম উদ্দিন, ট্রাষ্টের সহসভাপতি মোজাহিদুল ইসলাম, অজি উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান আহমদ, কোষাধ্যক্ষ মোঃ ইফতেখার আহমদ শিপন, এমদাদুল হক কাজল প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম কোষাধ্যক্ষ মোঃ আব্দুল বাসিত, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাদ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হোসেন আবুল, মেম্বারশিপ সেক্রেটারী আহমেদ শরীফ, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম উদ্দিন অপু, যুগ্ম যুব ও ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান শিপুল, কার্যকরী সদস্য আব্দুলল্লাহ আল মামুন দিলু, রুহুল ইসলাম রিবেল, আলম হোসেইন, সামছুল আলম হারুন প্রমুখ।-বিজ্ঞপ্তি