পীরগঞ্জের সেই তরুণ গ্রেফতার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২১, ১১:০৪:২৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : রংপুরের পীরগঞ্জে ফেসবুকে পবিত্র কাবা শরীফ নিয়ে ‘অবমাননাকর’ পোস্ট দেয়া পরিতোষ সরকার নামের সেই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রংপুর বি সার্কেলের এএসপি কামরুজ্জামান জানান, তাকে আটকের পর রংপুরে আনা হচ্ছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। পরেশ রংপুরের পীরগঞ্জ উপজেলার কসবা গ্রামের প্রসন্ন চন্দ্রের ছেলে।
উল্লেখ্য, পরেশ পবিত্র কাবা শরীফের ‘অবমাননাকর’ ছবি ফেসবুকে দেয়ার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। এতে পুরো উপজেলায় তোলপাড় শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পীরগঞ্জ বড় করিমপুর মাঝিপাড়ার জেলেপল্লীতে হামলার ঘটনা ঘটে।



