জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নতুন কমিটির সভা ও এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২১, ৬:১৮:৩৬ অপরাহ্ন
লণ্ডন অফিস : জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নব নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা গত ১৭ অক্টোবর রোববার পূর্ব লণ্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: হারুনুর রশিদ। যৌথভাবে সভাটি পরিচালনা করেন সহসভাপতি ফরিদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো: আব্দুল কুদ্দুছ।
এ সভায় সংগঠনের তরফ থেকে ছাত্র ছাত্রীদেরকে এওয়ার্ড দেয়া হয়। নির্বাহী সদস্য মাওলানা হাফিজ আবুল হাসানের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি কমর উদ্দিন চৌধুরী পাপলু ৷
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র মিঃ জন বিগস, ডেপুটি মেয়র কাউন্সিলার মতিনুজ্জামান, স্পিকার কাউন্সিলার মোঃ আহবাব হোসেন, বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলার এস এম জাকারিয়া, জি এস সি ইউকের চেয়ারম্যান ব্যারিষ্টার আতাউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক, ইউকে বাংলা প্রেস ক্লাবের সভাপতি কে এম আবুতাহের চৌধুরী, দারুল হাদিস লতিফিয়া লণ্ডনের প্রিন্সিপাল মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, সাবেক উপদেষ্টা শেহাব উদ্দিন, আই অন টিভির সিও আতা উল্লাহ ফারুক, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল বাছিত চৌধুরী, ডাঃ এনায়েত চৌধুরী পিন্টু, হাফিজ আব্দুল জলিল, তানজির আহমদ ৷
অনুষ্ঠানে আরও আলোচনা করেন ও উপস্থিত ছিলেন- নির্বাহী সদস্য সাবেক সভাপতি মসিউর রহমান শাহিন, সহ সভাপতি শামীম শাহান, সেলিম আহমদ তাপাদার, কোষাধ্যক্ষ মোছলেহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মাছুম, সহ সাধারণ সম্পাদক- হাসনাত চৌধুরী, মোঃ আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক- শাহ নেওয়াজ বদরুল, মোঃ দেলওয়ার হোসেন, মোঃ কামরুল আজিজ, মোঃ ময়নুল হক, প্রচার সম্পাদক- ছাইদুর রহমান শাহেদ, সহ প্রচার সম্পাদক- মুর্শেদ চৌধুরী, ধর্ম সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান চৌধুরী, সদস্য সম্পাদক- নাছির উদ্দিন চৌধুরী, ক্রীড়া সম্পাদক মোঃ দেলওয়ার লস্কর দিনার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুল মজিদ, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহরিয়ার লস্কর ফারদিন, সহ আন্তর্জাতিক সম্পাদক শাহরুল আমিন চৌধুরী শাকিল, মহিলা সম্পাদিকা তানজিনা বেগম চৌধুরী, নির্বাহী সদস্য মোঃ আব্দুল লতিফ লছনু, সদস্য তমাল মজুমদার, হাফিজ জুবায়ের আহমদ, জাকারিয়া আহমদ, নাহিদ হাসান লস্কর, শাহেদ খাঁন, সাইফ মেহদী রহমান, মোঃ আব্দুল হাই চৌধুরী, মোহাম্মদ আবু-তাহির, আইয়ুব আবু-জাহির, মোঃ ইমাদুল হক লতিফ প্রমূখ ৷
অনুষ্ঠানে আটচল্লিশ জন ছাত্র ছাত্রীদেরকে অতিথিদের মাধ্যমে এওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হয় ৷ পরে সংগঠনের নব নির্বাচিত কমিটির সব সদস্যবৃন্দের পরিচিতি প্রদান করা হয় ও সংগঠনের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়৷ অনুষ্ঠানে ছাত্র ছাত্রী, অভিভাবকসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন ৷
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে ২০০১ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ দেশে ও বাংলাদেশে সব সময় বিভিন্নভাবে সুন্দর ও সফল ভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে ৷ বিশেষ করে দ্বিতীয়বার ছাত্র ছাত্রীদেরকে এওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হল ৷ সবার সার্বিক সাহায্য ও সহযোগিতা পেলে আগামীতে আরও সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে ইনশাআল্লাহ৷ সংগঠনের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ধন্যবাদ জানানো হয়৷
সম্মানিত অতিথিরা বলেন, ইউকেতে উল্লেখযোগ্য সামাজিক সংগঠনের মধ্যে অন্যতম একটি সামাজিক সংগঠন হল জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’ ৷ এই সংগঠনের সার্বিক কার্যক্রমের মূল্যায়ন করে আমরা সব সময় আপনাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হই ৷ অতিথিবৃন্দ সংগঠনের সার্বিক কার্যক্রমের, বিশেষত, এওয়ার্ড অনুষ্ঠানের প্রশংসা করে বলেন আশা করি অতীতের মত আগামীতেও সার্বিক কার্যক্রম সুন্দর ও সফলভাবে পরিচালনা করতে সক্ষম হবেন ৷ পরিশেষে সংগঠনের সার্বিক সফলতা কামনা করে সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ৷