মাস্ক পরা বাধ্যতামূলক নয় কাল থেকে সৌদি আরবে, শুধু…
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২১, ৮:০২:৩৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : করোনা সংক্রমণ শুরুর ১৮ মাসেরও বেশি সময় পর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, দেশটিতে করোনা সংক্রমণ উল্লেখযোগ্য হ্রাস পাওয়ায় এবং টিকা দেওয়া হার বাড়ায় রোববার (১৭ অক্টোবর) থেকে বেশ কয়েকটি বিধিনিষেধ শিথিল করা হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, সাধারণ জনসমাগম হয় এমন যে কোনো স্থানে ভ্রমণের ক্ষেত্রে মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না।
তবে কিছু জায়গায় বিশেষ করে মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীতে মাস্ক পরা বাধ্যতামূলক থাকছে। সেখানে সব ভ্রমণকারী ও স্টাফদের মাস্ক পরতে হবে। এ ছাড়া পূর্ণ ধারণ ক্ষমতা অনুযায়ী মসজিদ দুইটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাপ ব্যবহার করে আগেই বুকিং দিতে হবে।
সামাজিক দূরত্বের ক্ষেত্রেও মানতে হবে না কোনো বাধ্যবাধকতা। পরিবহন, রেস্তোরাঁ, সিনেমাসহ সব জায়গাই চলা যাবে স্বাধীনভাবে। পূর্ণ ধারণ ক্ষমতা নিয়ে খোলা থাকবে কমিউনিটি সেন্টারগুলোও।