নিসচা’র গাড়ি চালক সমাবেশ : গাড়ির গতিসীমা মেনে চলতে হবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২১, ৩:২৮:৪৮ অপরাহ্ন
বক্তব্য রাখছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন
অনুপম নিউজ ডেস্ক : গাড়ির অনিয়ন্ত্রিত গতি দুর্ঘটনার অন্যতম একটি কারণ। নিয়ন্ত্রিত গাড়ি চালালে সড়কে সিংহ ভাগ দুর্ঘটনা কমবে। তাই এখন গাড়ির গতি কমিয়ে জীবন বাঁচাতে হবে। গাড়ির গতিসীমা মেনে চলতে হবে।
১৫ অক্টোবর ২০২১ শুক্রবার নগরীর দক্ষিণ খুলশী বিজিএমইএ ভবনস্থ মাহাবুব আলী হলে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” শীর্ষক গাড়ী চালক সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।
প্রধান অতিথি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, একটি সড়ক দুর্ঘটনায় নানাবিদ কারণ ও সম্পর্ক থাকে। এর মধ্যে চালক, যাত্রী, পথচারি অন্যতম। তাই প্রত্যেককেই সড়ক দুর্ঘটনার ব্যাপারে সচেতন থাকতে হবে। কেবল এক পক্ষ কে দোষারোপ করলে চলবে না। তিনি বলেন, পথচারিকে সচেতনভাবে রাস্তা পারাপার হতে হবে। কানে মোবাইল নিয়ে রাস্তা পার হলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তাই পথচারিকে অবশ্যই সচেতন হয়ে সড়ক ব্যবহার ও রাস্তা পারাপার হতে হবে। আমাদের দেশে চালকদের আট ঘণ্টা গাড়ি চালানোর নিয়ম করতে হবে। সক্ষমতার বেশি গাড়ি চালালে চালকেরও সমস্যা হওয়ার আশঙ্খা থাকে।
প্রধান বক্তা ইলিয়াস কাঞ্চন বলেন, যানবাহন সব সময়ই নিয়ন্ত্রণ করে চালাতে হবে। নিয়ন্ত্রণহীন গতি মানুষের জীবনের গতিই থামিয়ে দিতে পারে। কারণ অনিয়ন্ত্রিত গাড়ির গতি দুর্ঘটনার অন্যতম কারণ। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমার আপনার সকলেরই দায়িত্ব আছে। কেবল এক পক্ষের ওপর দায় চাপালে হয় না। যাত্রী বা পথচারি হিসাবে আমার নিজেরও কিছু দায়িত্ব আছে। আমি আমার দায়িত্ব পালন করলেও দুর্ঘটনা অনেকাংশে কমবে। ইলিয়াছ কাঞ্চন বলেন, আমাদের সকলকে সব জায়গায় নৈতিকতার পরিচয় দিতে হবে। আমি আমার জায়গায় নৈতিকতা প্রতিষ্ঠা করলে অনেক সমস্যাই সমাধান হয়ে যায়। সড়ক দুর্ঘটনাও একটি সমস্যা। আমি নিজে সচেতন, দায়িত্বশীল ও নৈতিকতার পরিচয় দিলে দুর্ঘটনা কমবে।
সমাবেশের সভাপতি এস এম আবু তৈয়ব বলেন, সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সকলকে স্ব-স্ব অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা রোধ করতে পারব অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা রোধকল্পে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
সংগঠনটির চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, প্রধান বক্তা ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন (বেলাল), বাংলাদেশ অটোরিক্সা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব। ধন্যবাদ বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির মহিলা বিষয়ক সম্পাদক আন্জুমান আরা বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নগর কমিটির সহ-সাধারণ সম্পাদক আরশাদুর রহমান, নির্বাহী সদস্য মোহাম্মদ মনজুরুল কিবরিয়া, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, সনত তালুকদার, রেজাউল করিম রিটন, লায়ন মোহাম্মদ ইব্রাহিম, লায়ন আব্দুল মান্নান প্রমুখ।