নোয়াখালীতে ১৪৪ ধারা জারি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২১, ১২:৩৬:০৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : কুমিল্লার ঘটনার জেরে নোয়াখালীতে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চৌমুহনী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে মাইকে ১৪৪ ধারা জারির ঘোষণা দেওয়া হয়।
ঘোষণায় বলা হয়, শনিবার ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
নোয়াখালীর জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান ১৪৪ ধারা ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
১৪৪ ধারা জারির পর নোয়াখালী শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছে।