বৃটিশ এমপি ডেভিড এ্যামেস ছুরিকাঘাতে নিহত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২১, ৯:৪৩:১৯ অপরাহ্ন
লণ্ডন অফিস : বৃটিশ এমপি স্যার ডেভিড এ্যামেস ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ্যাসেক্সের তাঁর সার্জারি সাউদেন্ড ওয়েস্ট নির্বাচনী এলাকার বেলফেয়ার্স মেথডিস্ট চার্চে তাকে ছুরিকাঘাত করে জনৈক আততায়ী।
এর আগে লণ্ডনের অদূরে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার সময় প্রথম তাঁর ওপর ছুরি হামলার ঘটনা ঘটে। বিবিসির খবরে জানানো হয়েছে তিনি কনজার্ভেটিভ দলের সদস্য।
৬৯ বছরের এই ব্রিটিশ এমপিকে কয়েকবার ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলার রয়টার্সকে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডেভিড পাঁচ সন্তান রেখে গেছেন।